Feedjit Live

Sunday, June 19, 2011

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন


undefined
গত সপ্তাহের শেষ তিন দিনের ন্যায় আজ রোববার সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সাধারণ সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনও। এ নিয়ে টানা চার দিন দরপতন অব্যাহত রয়েছে পুঁজিবাজারে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে যায়। ২০ মিনিটের মাথায় সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়ে আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বাড়ে। এর পর থেকে সূচক নিম্নমুখী হতে শুরু করে, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৯.৪৫ পয়েন্ট কমে ৫৬৮৬.৭২ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ২৫টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৩১ কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এনবিএল, ইউসিবিএল, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, এমআই সিমেন্ট, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, ওয়ান ব্যাংক, বিএসআরএম স্টিল ও আফতাব অটো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ২১০ পয়েন্ট কমে ১৫৮২৩.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।
প্রথম আলো..

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More