গ্রামীণফোন লিমিটেড চলতি ২০১০-১১ অর্থবছরের অগ্রিম আয়করের মাসিক কিস্তি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০০ কোটি টাকা জমা দিয়েছে।
গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসী গত বুধবার এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের কাছে অগ্রিম আয়কর হিসেবে উল্লিখিত টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় এনবিআর ও গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন ২০১০-১১ অর্থবছরে শুধু আয়কর হিসেবেই এক হাজার আট কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।
আয়কর, ভ্যাট, শুল্ক ও বিভিন্ন প্রদেয় মিলিয়ে চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত গ্রামীণফোন সরকারকে মোট দুই হাজার ৮৪৫ কোটি টাকা দিয়েছে। গ্রামীণফোন তার প্রতিষ্ঠার পর থেকে গত মার্চ পর্যন্ত জাতীয় কোষাগারে মোট ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা দিয়েছে। গ্রামীণফোন এ পর্যন্ত বাংলাদেশে মোট ১৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। বিজ্ঞপ্তি।
0 comments:
Post a Comment