ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেছেন, ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার-সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ দেশের শিল্পোন্নয়নে গতি বৃদ্ধি করবে। একই সঙ্গে রপ্তানি-বাণিজ্যে প্রবৃদ্ধি সাধিত হবে এবং ভিশন ২০২১ বাস্তবায়ন সহজতর হবে।
আজ বৃহস্পতিবার ডিএসইর কার্যালয়ে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শাকিল রিজভী এ কথা বলেন।
বাজেটে পুঁজিবাজার সম্পর্কে দৃঢ় পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাকিল রিজভী।
বাজেটে বন্ডের পাশাপাশি শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার ব্যাপারে শাকিল রিজভী বলেন, এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে বাজার যাতে আবার অতিমূল্যায়িত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা হবে বলে জানান তিনি। একই সঙ্গে চাহিদার পাশাপাশি শেয়ার সরবরাহ যাতে বাড়ে, সে বিষয়টিও নজরে রাখা হবে বলে শাকিল রিজভী জানান।
লিখিত বক্তব্যে শাকিল রিজভী বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার আরও শক্তিশালী করা। তাই খুব দ্রুততার সঙ্গে সরকারের হাতে থাকা বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানগুলোর শেয়ারসহ দেশি-বিদেশি বড় বড় কোম্পানির শেয়ার পুঁজিবাজারে অফলোড করে চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করা।’
এক প্রশ্নের জবাবে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সুতরাং এটা নিয়ে সরকার ও বিরোধী দলকে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী। ব্যবসায়ী আমাদের আসল পরিচয়। পুঁজিবাজার রাজনীতির উপাদান না হয়ে অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে যাতে কাজ করতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাই এটাকে যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতিপতী মৈত্র, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. জহুরুল আলম উপস্থিত ছিলে
প্রথম আলো
0 comments:
Post a Comment