Feedjit Live

Monday, June 20, 2011

পুঁজিবাজার শুরুতেই ঊর্ধ্বমুখী


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে। আজ মঙ্গলবার প্রথম আধঘণ্টা শেষে ডিএসইতে সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট। সঙ্গে লেনদেন হওয়া প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১১৪.৯১ পয়েন্ট বেড়ে ৫,৮১০.৬৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৪টির, কমেছে দুটির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম এবং মোট ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের ১০ মিনিটের দিকে সূচক ১২১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে। ১৮ মিনিটের দিকে সূচক বাড়ে ১০১ পয়েন্ট। ২০ মিনিটের পর সূচক আবার বাড়তে থাকে। লেনদেনের প্রথম আধঘণ্টা শেষে এ ধারা অব্যাহত রয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইউসিবিএল, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আফতাব অটো, পূবালী ব্যাংক, এম আই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ইবিএল, এবি ব্যাংক ও পিএলএফএসএল।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More