Feedjit Live

Thursday, June 30, 2011

কালো টাকা বিনিয়োগের সুযোগে পুঁজিবাজার চাঙা


আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হয়েছেন। এর প্রভাবে গতকাল দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে।
তবে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার বিষয়টিকে অনৈতিক হিসেবেও উল্লেখ করেছেন অনেকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৮ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টা ৫ মিনিটে সূচক সর্বোচ্চ ১৪৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক সামান্য কমলেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৬ কোটি টাকা বেশি।
ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, এই টাকা বাজারে তারল্য সংকট দূর করতে সহায়কশক্তি হিসেবে কাজ করবে। বাজার স্থিতিশীলতার দিকে এগোবে। আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকা লেনদেন হওয়ায় মুদ্রাবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
এতে করে বাজার আবার অতিমূল্যায়িত হবে কি না—প্রশ্নের উত্তরে আহমেদ রশিদ বলেন, ডিএসই এ বিষয়ে সতর্ক নজর রাখছে। তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছি। বাজারে যাতে শেয়ারের সরবরাহ বাড়ে, সে ব্যাপারে এসইসির সঙ্গে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, তিন-চার মাসের মধ্যে নতুন করে আইপিও আসা শুরু হবে।’
অবশ্য পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান কালো টাকা বিনিয়োগের সুযোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি বিষয়টি ভালো চোখে দেখছি না। সাধারণ লোক যেখানে ২৫ শতাংশ কর দিয়ে থাকেন, সেখানে মাত্র ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ অনৈতিক।’
তাঁর মতে, সরকারকে প্রথমেই দেশের সার্বিক তারল্য সংকটের দিকে নজর দিতে হবে। কিছু লোক সুযোগ নেওয়ার জন্য এই চেষ্টা করছে।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আফতাব অটো, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো, এমআই সিমেন্ট, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, এনবিএল ও ওয়ান ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৯২ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৭৬ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ২৭টির ও দাম অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে ৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More