Feedjit Live

Monday, July 4, 2011

আড়াই মাস পর হাজার কোটি টাকা লেনদেন

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই মাস পর হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।

কালো টাকা সাদা করার সুযোগ এ অর্থবছরে রাখার সরকারি ঘোষণা আসার পরদিনই চাঙা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো ৯৩৭ কোটি টাকা, বৃহস্পতিবার ছিলো ৯৫৪ কোটি টাকা।

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দুই দিনের অঙ্ক ছাড়িয়ে যায়। এ দিন লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সা¤প্রতিক সময়ে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিলো গত ১১ এপ্রিল ১ হাজার ২২৪ কোটি টাকা।

হরতাল হলেও নির্দিষ্ট সংখ্যক ব্রোকারেস হাউস লেনদেনে অংশ নিলেই সচল হয় ডিএসই। এ কারণেই রোববার নির্ধারিত সময় সকাল ১১টায়ই লেনদেন শুরু হয়।

সাধারণ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৬১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির। ৩টির দাম অপরিবর্তিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫১৫ ঘ.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More