Feedjit Live

Monday, July 4, 2011

পুঁজিবাজার মন্দা

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজার কোটি টাকা লেনদেনের পরদিন সূচক পড়লো ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল থেকে সূচকে ওঠানামা দেখা যায়। তবে দিন শেষে সাধারণ সূচক যেখানে অবস্থান করছিলো, তা আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কম।

সপ্তাহের প্রথম দিন ৩৩ পয়েন্ট যোগ হয়ে সাধারণ সূচক দাঁড়িয়েছিলো ৬১৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে শেয়ার হাতবদল হয়েছে ৮৮১ কোটি ৭৭ লাখ টাকার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সা¤প্রতিক সময়ে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিলো গত ১১ এপ্রিল ১ হাজার ২২৪ কোটি টাকা।

লেনদেন হওয়া ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৫টির। ৭টির দাম অপরিবর্তিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫০ ঘ.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More