আজ দুপুর ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৭.৯৪ পয়েন্ট বেড়ে ৬৭৩৮.৪৭ পয়েন্টে দাঁড়ায়। এ সময় লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৫টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনের ছয় মিনিটের দিকে সূচক ৪৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। ২২ মিনিটের দিকে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। তবে প্রথম ঘণ্টায় সূচক গতকালের চেয়ে কমেনি।
এ সময় লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আরএন স্পিনিং, পিএলএফএসএল, বেক্সিমকো, বেক্সটেক্স, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, ম্যাকসন স্পিনিং, গ্রামীণফোন, আফতাব অটো ও কেয়া কসমেটিকস।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সিএসইতে সিএসসিএক্স সূচক ২১.১০ পয়েন্ট বেড়ে ১২,৩৫৯.৫৩ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৫টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
0 comments:
Post a Comment