Feedjit Live

Sunday, July 24, 2011

দেশে জনসংখ্যা ১৬ কোটির বেশি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের জনসংখ্যা ১৬ কোটির বেশি হবে বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, প্রাথমিকভাবে আদমশুমারিতে যে সংখ্যাটি পাওয়া গেছে, তা থেকে সাধারণত প্রতি আদমশুমারিতেই পাঁচ-ছয় শতাংশ বেশি হয়। সে হিসেবে জনসংখ্যা দাঁড়ায় ১৫ কোটি ২০-২৫ লাখ। তবে দেশের বাইরে আরও যাঁরা আছেন, তাঁদের নিয়ে মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট বাস্তবায়ন’ সম্পর্কিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া রাজনৈতিক ইচ্ছার বিষয়। তবে আমার মনে হয়, নতুন ব্যাংক হলে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে।’
পুঁজিবাজার বিষয়ে তিনি বলেন, নতুন বিধিবিধান হচ্ছে। শেয়ারের সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি কোম্পানির শেয়ার আসার ব্যাপারে আমলাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বর্তমানে ডলারের যে দাম তা স্থিতিশীল আছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে আমদানির পরিমাণ বেড়ে গেছে। সেই আমদানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More